বাংলাদেশ ডেস্ক: বিতর্ক আর বলিউডের পুনম পান্ডে যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। উদ্ভট সব কান্ড ঘটিয়ে কিছুদিন পর পর খবরের শিরোনামের আসেন ভারতীয় এ মডেল-অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সমুদ্র সৈকতে পর্ন ভিডিও ধারণে অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে পুনম পান্ডের বিরুদ্ধে। ভারতীয় ফরোয়ার্ড পার্টি গোয়া শাখার মহিলা শাখার পক্ষ থেকে পুনমের বিরুদ্ধে ওই অভিযোগ দাখিল করা হয়েছে। তবে পার্টি তরফ থেকে কে থানায় গিয়েছেন তা জানাচ্ছেন না দক্ষিণ গোয়া থানার পুলিশ।
সম্প্রতি স্বামী শ্যাম বম্বের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন পুনম। গোয়ার কঙ্কনা সৈকতে অশ্লীল ভিডিও ধারণ করছিলেন তিনি। তা দেখেই তার বিরুদ্ধে অভিযোগপত্র পাঠানো হয়। তবে, এ ঘটনার উল্টো ব্যাখা দিয়েছেন পুনম। বলেছেন, গোয়ায় তার স্বামী শ্যাম তার ওপর শারীরিক নিগ্রহ করেছে। পরে অবশ্য শ্যামের বিরুদ্ধে ওই অভিযোগ তুলে নেন আবেদনময়ী এ মডেল। এ ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি করেছে বি-টাউনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও পুনমের সমালোচনা করেছেন নেটিজেনরা।