শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাবর্ষার আগেই ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিন আক্রান্ত ৭

বর্ষার আগেই ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিন আক্রান্ত ৭

কাগজ প্রতিনিধি: বর্ষা মৌসুম শুরু হতে না হতেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেলো মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। আর মৃতের সংখ্যা ৪, যা একই সময়ে গত দুই বছরের তুলনায় বেশি। তাই এখনই ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি তা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। কর্তৃপক্ষ বলছেন, প্রস্তুতিতে ঘাটতি নেই তাদের।

বর্ষা শুরুর আগেই রাজধানীতে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর মার্চেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ জন। মৃতের সংখ্যা ২। এপ্রিলে ৪২ জন আক্রান্ত মৃতের সংখ্যা ২, মে মাসে কেউ মারা না গেলেও আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। পরিসংখ্যান বলছে যা গত দুই বছরের তুলনায় অনেক বেশি। মারাত্মক ডেঙ্গু না হলেও এরই মধ্যে হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।

জানা গেছে, চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে রাজধানীতে গড়ে প্রতিদিন কমপক্ষে সাতজন (চার ঘণ্টায় একজন) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। ১ থেকে ৮ জুন পর্যন্ত ৫৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯। এছাড়া বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৩ জন চিকিৎসাধীন।

সেক্ষেত্রে ডেঙ্গুর বাহক মশা এডিস নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদ বলেন, ডেঙ্গু বেড়ে যাওয়ার মানে এডিস মশার প্রকোপ বেড়েছে। এই প্রকোপ কমাতে হবে।

এদিকে ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments