শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাআজও ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

আজও ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

বাংলাদেশ প্রতিবেদক: কয়েকদিন কমে এলেও ঢাকায় আবারও মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। তবে ঢাকার বাইরে অন্য জেলাগুলোতে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা কমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগরীতে নতুন রোগী ১৯৮ জন।

গতকাল সোমবারের প্রতিবেদনে বলা হয়, ঢাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন নতুন রোগী ভর্তি হন, যেখানে রবিবার পর্যন্ত ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। আর শনিবার ঢাকার বাইরে ৩৭১ জন ও রাজধানীতে ১৫৬ জন ডেঙ্গু রোগী পাওয়ার তথ্য জানানো হয়েছিল।

অন্যদিকে ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোর হাসপাতালে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভর্তি হয়েছেন ৪১৭ জন রোগী, যা গতকালের চেয়ে ৪৩ জন কম।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ, রোগতত্ত্ব শাখার পরিচালক মীর জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা বাড়তে পারে। রোগীর সংখ্যাও ওঠানামা করতে পারে।

সরকারি হিসাবে এবছরের আট মাসে দেশে ৮২ হাজার ৪৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৭৯ হাজার ৭৬৬ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৪৮৫ জন চিকিৎসাধীন।

এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৯৯৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৪৯২ জন ভর্তি রয়েছেন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হিসাবে ৬৮ জন মারা যাওয়ার খবর বলা হচ্ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৬টি পর্যালোচনা করে ৬৮টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments