বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাকম বয়সী বিবাহিত নারীদের জরায়ু মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী: ডা....

কম বয়সী বিবাহিত নারীদের জরায়ু মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী: ডা. আব্দুস কুদ্দুস

অমর চাঁদ গুপ্ত অপু: “ক্যান্সারের থাকলে ভয়-বাল্য বিবাহ আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স রুমে জরায়ু মুখে ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ (১৯ থেকে ২৫ জানুয়ারী) সপ্তাহ উপলক্ষে শোভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও ষোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুস কুদ্দুছ। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. ওহেদুল হক, শিশু বিশেষজ্ঞ ডা. রইছ উদ্দীন, গাইনী বিশেষজ্ঞ ডা. ফারহানা ও সার্জিক্যাল সার্জন ডা. শিলা দিত্য শীল। প্রধান অতিথি সিভিল সার্জন বলেন, কম বয়সের বিবাহিতা নারীদের জরায়ু মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী থাকে। আমাদের মতো গরিব দেশে মহিলারা জরায়ুর মুখে ক্যান্সার ও স্তন ক্যান্সার রোগে সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে বসবাস করছে। সেজন্য প্রথম স্টেজে এ রোগের চিকিৎসা করালে জারায়ু মুখে ক্যান্সার হবে না। বর্তমানে ভায়া পদ্ধতিতে জরায়ু মুখে ক্যান্সার পরীক্ষা করা হচ্ছে। ৩০ বছরের পরেই প্রতিটি বিবাহিতা নারীকে পরীক্ষা করা প্রয়োজন। স্তনে কোন প্রকার ফুটকা দেখা দিলে দ্রæত চিকিৎসকের কাছে যাওয়া এবং চিকিৎসা গ্রহণ করা । স্বাস্থ্য বিভাগ এ রোগ নির্মূল করতে প্রতিটি স্কুলের মেয়েদের ভেক্সিন দেওয়ার ব্যবস্থা করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments