শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাবিআরবি হাসপাতালে ১৫ নার্সসহ ২৫ জন করোনা আক্রান্ত

বিআরবি হাসপাতালে ১৫ নার্সসহ ২৫ জন করোনা আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর বিআরবি হাপাতালের ২৩ জন স্টাফ ও ২ জন ভর্তি রোগীসহ মোট ২৫জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। গত ২১শে এপ্রিল করা কোভিড-১৯ টেস্ট এ তাদের সংক্রমণ ধরা পড়ে। তথ্য গোপন করে করোনা আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের স্টাফরা আক্রান্ত হয়েছেন বলে বিআরবি হাসপাতাল সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, গত কয়েক দিন ধরে হাসপাতালের কয়েকজন ডাক্তার ও নার্স অসুস্থ বোধ করায় তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হলে ১৫জন নার্সসহ ২৩ জন স্টাফের করোনা ধরা পরে।
এছাড়া ভর্তি থাকা আরো ২জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এঘটনায় হাসপাতালের ৬ষ্ঠ তলা লকডাউন করা হয়েছে। তবে হাসপাতালটির কার্যক্রম চালু রয়েছে। হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তথ্য গোপন করে রোগী ভর্তি হয়েছিলেন। এরপরই এ সংক্রমণ হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments