বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে হাসপাতালের করোনা ইউনিট পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান আগুন, নিয়ন্ত্রণে ফায়ার কর্মীরা কাজ করে যাচ্ছেন। নিয়ন্ত্রণে আসলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।