বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে একদিনের ব্যবধানে ২৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নারীসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল।
এ নিয়ে গত ৩০ দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ২৬৬ জনের মৃত্যু হল।
হাসপাতাল সূত্রে মৃতরা হলেন- নজরুল ইসলাম (৫৮), কান্চি লাল দাস (৭৫), মাজেদা বেগম (৬৫), হুমায়ুন (৫০), জাকারিয়া (৬০), মোতালেব (৫২), ফুলচাঁন শেখ (৩৮), হাফিজা খাতুন (৩৫), হারিছ মিয়া (৭৮), আব্দুল লতিফ (৬২), দেলোয়ার হোসেন (৫৬), সোহেল (৪২), বিশাসাখা (৪৫), মুকুল বেগম (৪৫), একরামুল হক (৬০), সুভাষ (৬৫), আব্দুর রহমান (৫২), তোরাব হোসেন (৬৫), নওশের আলী (৮১), হাবিবুর রহমান (৫০), আব্দুস সাত্তার মুন্সী (৬৫) আব্দুল গাফ্ফার (৫৬) ও ফারুকউজ্জামান (৪৫)।