শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাহাসপাতালে একদিনে আরও ৩৪৩ ডেঙ্গু রোগী ভর্তি

হাসপাতালে একদিনে আরও ৩৪৩ ডেঙ্গু রোগী ভর্তি

বাংলাদেশ প্রতিবেদক: দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে মোট ১২ হাজার ৪৩৪ জনের ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে মারা গেছেন ৫২ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তি হওয়া ৩৪৩ জনের মধ্যে ২৮৬ জন ঢাকায় এবং ৫৭ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে মোট ১ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ১৩৩ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments