সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeস্বাস্থ্য সেবারাজশাহীতে ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানীঃ রাজশাহীতে ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধে করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) মহানগরীর মতিহার থানার ডাসমারী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি করপোরেশন (২৯ নং) ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহের হোসেন সুজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক এবং সৈয়দ আহমেদ আলী সরকার স্মৃতি সংঘ (এসএএস) এর প্রধান উপদেষ্টা ড. মো: শাহীদুর রহমান চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা আজিজুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও রাজশাহী সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদোসী বেগম। এসময় মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কিত বিভিন্ন দিক উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার বিভাগের ছাত্রী-সুমাইয়া জেসমিন অরিন।

উক্ত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ডেঙ্গুর বর্তমান অবস্থা ও পরিসংখ্যান, ডেঙ্গুর লক্ষণ, কারণ, চিকিৎসা পদ্ধতি, ডেঙ্গুর প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে আলোকপাত করেন। এসময় অধ্যাপক শাহীদুর রহমান চৌধুরী বলেন, রাজশাহীর উষ্ণ আবহাওয়াকে ডেঙ্গু বিস্তারে প্রতিকূল হিসেবে বিবেচনা করলেও সবকিছু ছাপিয়ে ডেঙ্গু এখন এই নগরীর উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। একইসাথে ক্রমেই ছড়িয়ে পড়ছে এর ব্যাপকতা। তবে ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্র হলো এডিস মশার বিস্তার রোধ করা। এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই। তিনি আরও বলেন, ডেঙ্ধসঢ়;গুর জীবানুবাহী এডিস মশার বংশবিস্তারের স্থান নির্মূলে নগরীর সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে। এছাড়াও ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষ্যে তার সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments