সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, আক্রান্ত আরও ১ হাজার ২২১ জন

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, আক্রান্ত আরও ১ হাজার ২২১ জন

বাংলাদেশ প্রতিবেদক: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আগের দিন সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ। গতকাল শনিবার এক দিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ বছর দেশের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১ হাজার ২২১ জন ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উল্লিখিত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৮৬। হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮, খুলনা বিভাগে ১৩৪ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারাদেশে ১০৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments