শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeতথ্যপ্রযুক্তিসৌদি খেজুরের চারা উৎপাদন পদ্ধতি

সৌদি খেজুরের চারা উৎপাদন পদ্ধতি

কাগজ ডেস্ক: বাংলাদেশে যেভাবে সৌদি খেজুরের চারা উৎপাদন করবেন এবং রোপণ প্রক্রিয়া,

প্রক্রিয়াটি খুবই সহজ,
যেমন ১) খেজুরের বীজকে ১টি বাটিতে টানা ৭২ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখতে হবে তবে ২৪ ঘন্টা পর পর পানি পরিবর্তন করতে হবে।
২) ঢাকনাওয়ালা ১টি প্লাস্টিকের পটে টিসু পেপার বিছিয়ে দিয়ে হালকাভাবে পানি স্প্রে করে পেপারটি ভিজিয়ে নিতে হবে।
৩) ভেজা পেপারের উপরে খেজুরের বীজ ছড়িয়ে দিতে হবে।
৪) পুনরায় টিসু পেপার দিয়ে বীজগুলো ঢেকে দিয়ে একই নিয়মে পানি স্প্রে করতে হবে।
৫) সর্বশেষে ঢাকনা দিয়ে পটের মুখ বন্ধ করে ১০/১৫ দিন রেখে দিলে বীজ অংকুরিত হবে।
৬) অংকুরিত বীজ পর্যাপ্ত জৈব পদার্থ সমৃদ্ধ এটেল দোআঁশ মাটিতে বপন করতে হবে (টব কিংবা ঝুড়িতে)।
৭) চারায় ৩/৪টি পাতা গজালে মূল জমিতে গর্তকরে জৈব সার দিয়ে চারা রোপন করতে হবে। নিয়মিত পরিচর্যা করলে ইনশাআল্লাহ ৩/৪ বছরেই গাছে খেজুর ধরবে। বন্ধুদের পোষ্টটি শেয়ার করার অনুরোধ করছি, আল্লাহর ইচ্ছায় হয়তো খেজুর চাষের বিপ্লবও ঘটতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments