শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeআন্তর্জাতিকঅল্পের জন্য রক্ষা পেল ১৭৩ যাত্রীর প্রাণ!

অল্পের জন্য রক্ষা পেল ১৭৩ যাত্রীর প্রাণ!

গতকাল রবিবার বিকেলে ১৭৩ জন যাত্রী নিয়ে রাশিয়ার আকাশে চক্কর কাটছিল বোয়িং-৭৩৭ বিমান। এ কারণে ১৭৩ জন যাত্রীর জীবন শঙ্কায় পড়েছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে,  উড়োজাহাজটি স্থানীয় সময় বিকেল ৫ টা ২৪ মিনিটে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস-এর বরাতে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, বোয়িং-৭৩৭ বিমানটি নিরাপদে অবতরণ করেছে। কোনো যাত্রী বা ত্রুু আহত হননি, সকলেই সুস্থ রয়েছেন।

এর আগের খবরে বলা হয়েছিল, উড়োজাহাজটির ককপিটের ‘উইন্ডশিল্ড’-এ চিড় ধরার কারণে ওই সমস্যার সৃষ্টি হয়। নর্ডস্টার ফ্লাইটের উড়োজাহাজটি রাশিয়ার নভোসিভিরিস্ক শহর থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় সানিয়া শহরে যাচ্ছিল।

একটা পর্যায়ে ক্রুরা লক্ষ্য করেন ককপিটের ‘উইন্ডশিল্ড’-এ চিড় ধরেছে। এ সময় সাইবেরিয়ার ক্রাসনয়াস্ক এয়ারপোর্টে জরুরী অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: আরটি নিউজ

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments