শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

কাগজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ সোমবার ভোররাতে মোলুকাস দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটির তেরনাতে শহরের ১৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬০ দশমিক ৫ কিলোমিটার।
আল জাজিরা বলছেন, তারনাতে শহরে প্রায় দুই লাখ মানুষ বাস করে। ভূমিকম্পের পর সেখানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
তেরনাতের তল্লাশি ও উদ্ধার সংস্থার কর্মকর্তা সামুদ সেরগি জানিয়েছেন, শহরে ভূমিকম্প অনুভূত হয়নি। সুলায়েশির উত্তরাঞ্চলীয় তোহোমোনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার এক মুখপাত্র জানান, তারা ওই এলাকায় কোনো কিছুই অনুভব করেননি।
গত ২২ ডিসেম্বর দেশটির আনাক ক্রাকাটাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে জাভা ও সুমাত্রা দ্বীপে সুনামির সৃষ্টি হয়। এর ফলে ৪০০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। একই বছর আরও দুটি শক্তিশালী ভূমিকম্পে ২২০০ মানুষ নিহত হন। নিখোঁজ হন হাজার বাসিন্দা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments