বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিকনরওয়েতে জনপ্রিয় নাম মুহাম্মদ! বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সংখ্যা

নরওয়েতে জনপ্রিয় নাম মুহাম্মদ! বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সংখ্যা

কাগজ ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোতে সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। ২০০৮ থেকে গত ১১ বছর ধরে এই ধারা অব্যাহত রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জানা গেছে, নরওয়ের রাজধানী অসলোতে অস্কার, আকসেল এবং জ্যাকব এ ধরনের নামকে টপকে মোহাম্মদ নামটি প্রথম হয়েছে। অন্যদিকে লুকাস, ফিলিপ ও অলিভারকে দেশব্যাপী ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
মেয়েদের ক্ষেত্রে ইমা নামটি দেশব্যাপী শীর্ষস্থান দখল করেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, অসলোতে মুসলমানদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এখানে মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী।
সেখানে পাকিস্তান, সোমালিয়া, ইরাক ও মরক্কোর অভিবাসীরা একটি বৃহত্তম মুসলিম সম্প্রদায় তৈরি করেছে।
সূত্র : স্পূটনিক নিউজ

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments