শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeআন্তর্জাতিকশ্রীলঙ্কায় জঙ্গি আস্থানায় সেনা অভিযান, নারী-শিশুসহ নিহত ২০

শ্রীলঙ্কায় জঙ্গি আস্থানায় সেনা অভিযান, নারী-শিশুসহ নিহত ২০

কাগজ ডেস্ক: শ্রীলংকায় ইসলামিক এস্টেটের আস্তানায় অভিযানে অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কালমুনাই শহরে দুই পক্ষের গোলাগুলি ও বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ইসলামিক এস্টেট যোদ্ধাদের সঙ্গে গুলিবিনিময়ে ঘটেছে শ্রীলংকার পুলিশের।
সামরিক মুখপাত্র সুমিথ আতাপাত্তু বলেন, সেনা সদস্যরা যখন একটি বাড়িতে ঢুকতে চেষ্টা করেন, তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।
পুলিশ বলছে, বাড়িটির ভেতরে তিন ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে অন্যতিন নারী ও ছয়টি শিশু হত্যা করেন।
শুক্রবার রাতে কালামুনি শহরের কাছে ইসলামি এস্টেটের বিদ্রোহীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আর তিন ব্যক্তিকে ঘরের বাইরে পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, তারাও আত্মঘাতী হামলাকারী।

এর আগে রোববার তিনটি হোটেল ও তিনটি গির্জায় একযোগে বিস্ফোরণে ২৫৩ জন নিহত ও পাঁচশতাধিক আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোর করতে ইতিমধ্যে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments