শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকএবার জার্মানিতে মসজিদে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর-আগুন

এবার জার্মানিতে মসজিদে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর-আগুন

কাগজ ডেস্ক: জার্মানির হ্যাগেন শহরে একটি মসজিদে হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মসজিদে ভাঙচুরের পাশাপাশি আগুনও ধরিয়ে দেয় তারা ।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়া প্রদেশে অবস্থিত মসজিদটি ‘গ্রেট মস্ক অব হ্যাগেন’ নামে পরিচিত। জার্মানির সর্ববৃহৎ তুর্কি-মুসলিম সংগঠন ‘ইসলামিক কমিউনিটি ন্যাশনাল ভিউ’ মসজিদটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে মসজিদ কর্তৃপক্ষ।
উগ্র ডানপন্থী রাজনীতির উত্থানে সম্প্রতি জার্মানিতে বেড়েছে ইসলামবিদ্বেষ। গত বছর মুসলিমদের লক্ষ্য করে দেশটিতে ৮০০ এর বেশি হামলার ঘটনা ঘটে।
এর আগে গত শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ তিনজন নিহত হয়েছেন। আরও ২৮ জন আহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে,কোয়েটার পাস্তুনবাদ অঞ্চলের রেহমানিয়া মসজিদের ভিতরে শুক্রবারের জুমার নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মুসল্লিরা। এ সময় মসজিদের ভেতরে হামলার ঘটনা ঘটে। আহতদের কোয়েটার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments