শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকতুরস্কে ১৫০০ বছরের পুরনো ধর্মীয় বই উদ্ধার

তুরস্কে ১৫০০ বছরের পুরনো ধর্মীয় বই উদ্ধার

কাগজ ডেস্ক: তুরস্কে হিব্রু ভাষায় লিখিত শিল্ড অব ডেভিড সমন্বিত এক হাজার ৫০০ বছরের পুরনো একটি ধর্মীয় বইটি জব্দ করেছে পুলিশ। শুক্রবার দেশটির পশ্চিম ইজমিরপ্রদেশ থেকে বইটি উদ্ধার করা হয়। খবর ডেইলি সাবাহ।
পুলিশ জানায়, কিছু সন্দেহভাজন ব্যক্তি হস্তলিখিত বই বিক্রি করার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইজমির পুলিশ।
এর পর গাজিমের জেলায় গিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়। এর পর তাদের কাছে তল্লাশি চালিয়ে ওই পুরনো বইটি উদ্ধার করা হয়। এ বিষয়ে এখনও তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
১৭ পৃষ্ঠার এই বইটির দৈর্ঘ্য সাড়ে ১০ সেন্টিমিটার ও প্রস্থ সাড়ে ৮ সেন্টিমিটার।
তুরস্কের ঐতিহাসিক বস্তুর অবৈধ বিক্রি বন্ধে এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য প্রতি বছর হাজার হাজার চোরাচালান প্রতিরোধী অভিযান পরিচালনা করে দেশটির পুলিশ।
এ বিষয়গুলো এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিন হাজার প্রাচীন শহরে ৪২টি সভ্যতা বাস করে আসছে।
তাই এর ঐতিহাসিক ঐতিহ্য ও সমৃদ্ধ পর্যটনশিল্প প্রতি বছর লাখ লাখ বিদেশি দর্শককে আকৃষ্ট করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments