বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআন্তর্জাতিকজাপানে অ্যানিমেশন স্টুডিওতে নাশকতা, নিহত ২৩

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে নাশকতা, নিহত ২৩

কাগজ ডেস্ক: জাপানের কিওটোয় একটি অ্যানিমেশন স্টুডিওতে নাশকতার ঘটনা ঘটেছে। এতে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি কিওটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিও ভেঙে একধরনের তরল পদার্থ ছিটিয়ে দেন। সেটি কী ধরনের পদার্থ, তা এখনো বোঝা যাচ্ছে না। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, তিনতলা ওই ভবনে আটকা পড়া বেশ কয়েকজনকে বের করে আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তাঁর নাম–পরিচয় এখনো জানা যায়নি। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার সময় তিনতলা ওই ভবনে আগুন লেগে ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
কিওটো বিভাগীয় পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এক ব্যক্তি তরল ছুড়ে মেরে সেখানে আগুন লাগিয়ে দিয়েছেন।’ স্থানীয় গণমাধ্যমে বলা হয়, ঘটনাস্থলে ছুরিও পেয়েছে পুলিশ।
ওই ভবনে আগুন লাগানোর পর সন্দেহভাজন ব্যক্তি ‘অকালমৃত্যু’ বলে চিৎকার করেন বলে বার্তা সংস্থা এনএইচকে জানায়। ওই ব্যক্তির সঙ্গে এই স্টুডিও কোম্পানির কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো জানা যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments