বাংলাদেশ ডেস্ক: পশ্চিম নেপালের পাহাড়ি রাস্তায় একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জনই নারী। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নেপাল পুলিশ সূত্রের খবর, বাসটি নেপালের রুপানদেহি জেলার বুটাওয়াল শহরে যাচ্ছিল। যাত্রাপথে আরঘাখাছি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। কাঠমান্ডুর ৫৫০ কিলোমিটার পশ্চিমে, সান্ধিখারকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই ৮ নারীসহ ১৭ জন মারা যায়। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতরা সকলেই ওই বাসের যাত্রী। আহতদের বুটাওয়াল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় এখনও জানা যায়নি। বাস দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়।
নেপালে যাত্রিবাহী বাস খাদে, নিহত ১৭
RELATED ARTICLES