শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকচীনে ছড়িয়ে পড়ছে ‘রহস্যজনক’ ভাইরাস, আক্রান্ত ৪৪

চীনে ছড়িয়ে পড়ছে ‘রহস্যজনক’ ভাইরাস, আক্রান্ত ৪৪

বাংলাদেশ ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় ইউহান শহরে ‘রহস্যজনক’ এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৪৪ জন আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
বিবিসি বাংলা জানায়, নিউমোনিয়ার মতো রোগটি তদন্ত করে দেখতে কর্তৃপক্ষ এরই মধ্যে তৎপরতা শুরু করেছে।
অনলাইনে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, এই ভাইরাসের সঙ্গে হয়তো সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) রোগের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। প্রাণঘাতী এই রোগটি ওই ফ্লু এর মতোই।
চীনে উৎপত্তি হওয়ার পর সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০২-০৩ সালে বিশ্বে ৭০০ মানুষ প্রাণ হারিয়েছিল।
ইউহানের পুলিশ জানিয়েছে, যাচাই ছাড়াই ভুল বা মিথ্যা তথ্য ইন্টারনেটে প্রকাশ বা ফরোয়ার্ড করার অভিযোগে এ পর্যন্ত আটজনকে শাস্তি দেওয়া হয়েছে।
শুক্রবার ইউহানের স্বাস্থ্য বিভাগ বলেছে, নতুন এই সংক্রমণের কারণ খোঁজার চেষ্টা করছে তারা।
বিভাগটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে সংক্রমণের বেশ কয়েকটি উৎস, যেমন- ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্ট সংক্রান্ত অন্যান্য রোগের সংশ্লিষ্টতার দাবি নাকচ করেছেন তারা। তবে সেখানে সার্স-এর কথা উল্লেখ করা হয়নি।
এছাড়া মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শহরের একটি সি-ফুড বা সামুদ্রিক খাবারের বাজারে কাজ করতো। ওই এলাকা পরিষ্কার করেছে কর্তৃপক্ষ।
এদিকে এ সংক্রমণের কারণে ওই এলাকা থেকে আসা পর্যটকদের স্ক্রিনিং বা পরীক্ষা করতে শুরু করেছে সিঙ্গাপুর ও হংকং।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments