শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeআন্তর্জাতিকদিল্লিতে সেনা মোতায়েন দাবি কেজরিওয়ালের

দিল্লিতে সেনা মোতায়েন দাবি কেজরিওয়ালের

বাংলাদেশ প্রতিবেদক: দিল্লি পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, পুলিশ সহিংসতা নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না। তাই সেনা নামানো উচিত।
আজ বুধবার সকালে তিনি এ কথা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এর আগের দিন তিনি সাক্ষাত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাকে দিল্লি সহিংসতার বিষয়ে অবহিত করেন এবং বলেন, সংঘাত বন্ধে পুলিশ কিছু করতে পারছে না। তাই আজ কেজরিওয়ালের পরামর্শ সেনাবাহিনী নামানো উচিত। সকালে এক টুইটে তিনি বলেছেন, গত সারা রাতে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ করেছি আমি।
পরিস্থিতি উদ্বেগজনক। সব চেষ্টা সত্ত্বেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না। তাই সেনাবাহিনী নামানো উচিত। সহিংস এলাকাগুলোতে অবিলম্বে কারফিউ দেয়া উচিত। এ নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখছি।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেএনইউ, এলামানাই এসোসিয়েশন অব জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জামিয়া কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা তার বাড়ির সামনে বিক্ষোভ করেন। তারা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাত করতে চান। সহিংসতা উস্কে দেয়া ব্যক্তিদের এবং অপরাধীদের বিচার দাবি করেন তারা। রাত সাড়ে তিনটায় দিল্লি পুলিশ তাদের ওপর জলকামান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments