শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকমানবসেবার টানে মাইক্রোসফট ছাড়ছেন বিল গেটস

মানবসেবার টানে মাইক্রোসফট ছাড়ছেন বিল গেটস

বাংলাদেশ ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস (৬৫) মানবহিতৈষী হিসেবে সারা বিশ্বে পরিচিত। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দাতব্য কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তার কাজের প্রভাব পড়ছে বিশ্বের লাখ লাখ মানুষের ওপর। এ কাজকে আরও এগিয়ে নিতে চান তিনি। তাই ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিন ধরে রাখা করপোরেট প্রতিষ্ঠানের পদ।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন বিল গেটস। এতে তিনি আরও বেশি সময় দাতব্য কর্মকাণ্ডে দিতে পারবেন।
বিল গেটস বলেছেন, তিনি এখন বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে বেশি গুরুত্ব দিতে চান।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস মাইক্রোসফটের পাশাপাশি ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়াচ্ছেন।
মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার মাধ্যমে মাইক্রোসফটে এক যুগ ধরে দৈনন্দিন কাজে তার যে ভূমিকা, তা আর থাকবে না।
তবে তিনি বলেছেন, এ কোম্পানি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। এর নেতৃত্বে যারা থাকবেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন।
বিল গেটস বলেছেন, ‘বন্ধুত্ব এবং অংশীদারত্ব বজায় রাখার একটি সুযোগ হিসেবে পরবর্তী ধাপের জন্য অগ্রসর হচ্ছি, যা আমাকে সঠিকভাবে তুলে ধরে। বিশ্বের কয়েকটি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় আমার প্রতিশ্রুতি কার্যকরভাবে অগ্রাধিকার দিচ্ছি।’
পার্সোনাল কম্পিউটার বা পিসির জন্য সফটওয়্যার তৈরি করে বিল গেটস তার সম্পদ অর্জন করেন। তরুণ বয়সে কলেজ থেকে ঝরে পড়া বিল গেটস মেক্সিকোতে বন্ধু পল অ্যালেনকে নিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
২০১৮ সালে মারা যান পল অ্যালেন। ১৯৮০ সালে আইবিএমের সঙ্গে চুক্তি করার পর মাইক্রোসফটের জন্য বড় সুযোগ আসে। ওই সময় এমএস-ডিওএস অপারেটিং সিস্টেম তৈরি করে মাইক্রোসফট। ১৯৮৬ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হয় মাইক্রোসফট। বিল গেটস হয়ে যান তরুণ বিলিয়নিয়ার।
২০০৪ সাল থেকে বার্কশায়ার বোর্ডে যুক্ত হন তিনি। তবে তাঁর অধিকাংশ সময় দেন স্ত্রীর সঙ্গে প্রতিষ্ঠা করা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে।
দ্য ক্রোনিকেল অব ফিলানথ্রফি পক্ষ থেকে ২০১৮ সালে তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক উদার মানবহিতৈষীর খেতাব দেওয়া হয়।
ফোর্বসের তালিকা অনুযায়ী, বিল গেটস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনী। তার আগে আছেন কেবল আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গেটসের সম্পদের পরিমাণ ১০৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments