বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনায় মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেল ভারত

করোনায় মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেল ভারত

বাংলাদেশ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় যুক্তরাজ্যকে পিছনে ফেলে দিল ভারত। বিশ্বজুড়ে মৃতের তালিকায় দেশটি এখন চতুর্থ স্থানে উঠে এসেছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার ভারতে কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪২ জন মানুষ।

এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৭ হাজার ৩৩ জন।

ফলে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যার তালিকায় যুক্তরাজ্যকে সরিয়ে চতুর্থ স্থানে উঠে গেছে দেশটি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের তথ্যে দেখা যায়, যুক্তরাজ্যে এখন কভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৬ হাজার ৭৯১ জন।

ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৬ হাজার ৯৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় ২৪ লাখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments