বাংলাদেশ ডেস্ক: ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছে ইউক্রেন। এরপর বৃহস্পতিবার নয়াদিল্লি সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে।

দিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মোদিজি অন্যতম ক্ষমতাধর ও সম্মানিত বিশ্ব নেতা। রাশিয়ার সাথে আপনার বিশেষ সুবিধাজনক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। মোদিজি পুতিনের সাথে কথা বললে আমরা আশাবাদী তিনি সাড়া দেবেন।’

তিনি বলেন, ‘রাশিয়ার সাথে ভারতের যে বিশেষ সুবিধাজনক সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতের আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া উচিত। শুধু আমাদের নিরাপত্তার জন্য নয়, আপনার নিজের নাগরিকের নিরাপত্তার জন্যও আমাদের ভারতের হস্তক্ষেপ প্রয়োজন।’

এদিকে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের শান্ত ও যে যেখানে আছে সেখানে অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস।

ভারতীয় দূতাবাস এক পরামর্শ বার্তায় বলেছে, ‘ইউক্রেনের বর্তমান পরিস্থিতি খুবই অনিশ্চিত। দয়া করে শান্ত থাকুন এবং যেখানে আছেন নিরাপদে থাকুন। আপনার বাড়ি, হোস্টেল, বাসস্থান বা ট্রানজিটে থাকুন।’

প্রায় ১৫ হাজারের মতো ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে পড়েছেন। এর আগেও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছিল ভারত।

বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়ার সশস্ত্র বাহিনী ট্যাঙ্ক ও ভারী সরঞ্জামসহ সব দিক থেকে প্রতিবেশী দেশটিতে প্রবেশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইউক্রেনের প্রধান প্রধান শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের কথা জানিয়েছে।

সূত্র : ইউএবি

আরও পড়ুন  পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ৫
Previous article‘ইউক্রেন থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে’
Next articleরাশিয়ার ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা নেই: পুতিন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।