বাংলাদেশ ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ-পূর্বে অবস্থিত জাপোরিজা পরমাণু জ্বালানি কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

শুক্রবার রুশ বাহিনী এই পরমাণু জ্বালানি কেন্দ্রটি দখলে নেয় বলে জানান স্থানীয় কর্মকর্তা ও ইউক্রেনের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ সংস্থা স্টেট নিউক্লিয়ার রেগুলেটোরি ইন্সপেক্টরেট।

এই কেন্দ্রটি ইউক্রেনের সবচেয়ে বড় পরমাণু জ্বালানি কেন্দ্র।

স্টেট নিউক্লিয়ার রেগুলেটোরি ইন্সপেক্টরেট জানায়, রুশ বাহিনী দখল করে নিলেও এই পরমাণু কেন্দ্রের কর্মীরা তাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই কেন্দ্রটি চালু রেখেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায়।

আগুনে পরমাণু কেন্দ্রটির একটি প্রশিক্ষণ ভবন ও একটি ল্যাবরেটোরি ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

দমকল কর্মীদের চেষ্টায় পরে স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে আগুন নেভানো হয়।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতিসঙ্ঘের তথ্য অনুসারে, যুদ্ধ থেকে বাঁচতে ১০ লাখের বেশি শরণার্থী ইউক্রেন ছেড়েছে।

অপরদিকে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা বুধবার জানিয়েছে, দেশটিতে সংঘর্ষে মোট দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা

Previous articleকোম্পানীগঞ্জে কলেজছাত্রী প্রিয়তা হত্যার রহস্য উদঘাটন, প্রিয়তাকে ধর্ষণ করে হত্যা করে অটোচালক
Next articleযদি ক্রয়ক্ষমতা বেড়ে থাকে সেটা বেড়েছে আওয়ামী চামচাদের, আওয়ামী নেতাদের: মির্জা আব্বাস
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।