শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআন্তর্জাতিকবিশ্বকে বদলে দিবে রাশিয়ার ইউক্রেন আক্রমণ: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বকে বদলে দিবে রাশিয়ার ইউক্রেন আক্রমণ: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক: তুরস্কের পররাষ্টমন্ত্রী বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বই বদলে যাবে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্টমন্ত্রী এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

অষ্টমবারের মতো অয়োজিত ইস্তাম্বুল মধ্যস্থতা সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তুরস্কের পররাষ্টমন্ত্রী মওলুদ চাভুশওলু এমন মন্তব্য করেন। এ সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমনকি জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।

ওই সম্মেলনে মওলুদ চাভুশওলু বলেন, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। আমরা ওই ক্ষেত্রে নিজেদেরকে ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে মিলিয়ে নিতে পারি এবং ওই পরিবর্তনকে স্বীকৃতি দিতে পারি। এছাড়া আর কিছু করার নেই।

তিনি বলেন, ঠাণ্ডা যুদ্ধের উচ্ছ্বাস বা উত্তেজনা অনেক আগেই শেষ হয়েছে। বিশ্বে এখন বহুমেরু বা অনেক শক্তিশালী দেশের উদ্ভব হয়েছে। এমন সময়ে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বই বদলে যাবে।

তুরস্কের পররাষ্টমন্ত্রী জানান, বর্তমানে সমগ্র বিশ্বেই সঙ্ঘাত চলছে। এ সঙ্ঘাতকবলিত এলাকায় দু’শো কোটি মানুষ বাস করে।

এসব সঙ্ঘাতের ধরন জটিলাকার হচ্ছে বলে মন্তব্য করে মওলুদ চাভুশওলু বলেন, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ব্যবস্থা এ পরিবর্তিত পরিস্থিতি ও নতুন চ্যালেঞ্চের সাথে খাপ খাওয়াতে পারছে না। এ কারণেই ইউক্রেনে সামরিক সঙ্ঘাত চলছে। এখন আমাদের সমস্যা খুঁজে বের করে তার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সূত্র : ইয়েনি শাফাক

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments