বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনায় আক্রান্ত ২ লাখ

করোনায় আক্রান্ত ২ লাখ

বাংলাদেশ ডেস্ক: বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্ত বেড়েছে। মারা গেছে এক হাজার ৪৭৫ জন। আক্রান্ত হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৪১৯ জন মানুষ।

 

গতকাল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল এক লাখ ৬০ হাজার ৮৬৯ জন মানুষ। মারা গিয়েছিল এক হাজার ৬৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৮৯১ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ৩০ হাজার ৭২৮ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৪৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬২ লাখ ছয় হাজার ৫৭ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৮৯৪ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮৬৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৭ লাখ ৮২ হাজার ৫৮৯ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৬০৯ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৬৪২ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৮৩৯ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ২৩৯ জনের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments