নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় ৯ জনের হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এই বোমা হামলা চালানো হয় ।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার পর পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে । কোনো গোষ্ঠী এখন এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।