বুধবার, মে ১, ২০২৪
Homeআন্তর্জাতিকইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড

বাংলাদেশ প্রতিবেদক: ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। স্থানীয় সময় শুক্রবার রাতে পশ্চিমতীরের তুলকারেম শহরে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর তাদের লাশ জনসমক্ষে প্রদর্শন করা হয়।

শনিবার (২৫ নভেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমতীরে ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। অভিযুক্তরা ইসরাইলের কাছে তথ্য সরবরাহের ব্যাপারটি স্বীকার করেছে। একইসাথে সেজন্য অনেক অর্থ লাভেরও স্বীকারোক্তি দেয়।

অভিযুক্তরা হলেন হামজা মাবারেচ (৩১) ও আজাম জোয়াবরা (২৯)। তাদেরকে যথাক্রমে ৪ হাজার ৬০০ মার্কিন ডলার ও ২ হাজার ৭০০ মার্কিন ডলার প্রদান করা হয়েছে বলে স্বীকার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত এসব ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তাদের লাশ বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়। এ সময় উত্তেজিত জনতা এসব ব্যক্তিদের বিশ্বাসঘাতক বলেও তিরস্কার করতে থাকে।

সূত্র : টাইমস অফ ইসরাইল, বিজনেস ইনসাইড ও অন্যান্য

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments