বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
Homeআন্তর্জাতিকচিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভ

চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভ

বাংলাদেশ প্রতিবেদক: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভ চলছে। হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। খবর বিবিসির

এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজ্যের বাম দল এসইউসিআই অর্ধদিবস বাংলা বন্‌ধের ডাক দিয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেহালায় ভারতের স্বাধীনতা দিবসের প্রাকঅনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, ‘আমি চিকিৎসকদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা হাসপাতালে পরিষেবা দিন। প্রত্যাহার করুন কর্মবিরতি।’ তবে কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি।

তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সুখেন্দু শেখর রায় এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান। তিনি নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে যোধপুর পার্কে নেতাজির ভাস্কর্যের পাদদেশে গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অবস্থান ধর্মঘটে বসেন। প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ ও দেব এই নারী চিকিৎসক হত্যার প্রতিবাদ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments