শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeআন্তর্জাতিকপ্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন বাশার আল আসাদ

প্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন বাশার আল আসাদ

বাংলাদেশ প্রতিবেদক: ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর প্রথম বিবৃতি দিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ১৬ ডিসেম্বর মস্কো থেকে আসাদ জানান, সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম দামাস্কাসের দিকে যখন ক্রমে এগিয়ে আসছিল, তখন একবারের জন্য তিনি পদত্যাগ করতে চাননি বা পালিয়ে যেতে চাননি। তার দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দামাস্কাসেই ছিলেন।

তিনি জানিয়েছেন, ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল-শাম এবং অন্যান্য ইসলামপন্থী বিদ্রোহীরা শহরটি দখল করার মাত্র কিছুক্ষণ আগে, সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার কাছে অবস্থিত রুশ বিমান ঘাঁটি, হামিমিম-র উদ্দেশে রওনা হয়েছিলেন। আসাদ বলেন, ‘কিছু কিছু জায়গা থেকে দাবি করা হচ্ছে, আমি সিরিয়া থেকে পরিকল্পনা করে প্রস্থান করেছি। কেউ কেউ বলছে, যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে আমি পালিয়েছি। এর কোনোটাই সত্যি নয়। আমি ২০২৪ সালের ৮ ডিসেম্বর, রবিবার ভোর পর্যন্ত দামাস্কাসে থেকে আমার দায়িত্ব পালন করে গিয়েছি। কোনো সময়ে আমি পদত্যাগ বা আশ্রয় চাওয়ার কথা ভাবিনি, কোনো ব্যক্তি বা দল এমন প্রস্তাবও দেয়নি। সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য।’

সিরিয়ার প্রেসিডেন্সিয়াল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই বিবৃতিতে দেন আসাদ। দাবি করেন, তাকে নিয়ে ভুল তথ্য ও আখ্যানের বন্যা বইছে। যেগুলোর সঙ্গে সত্যের দূর-দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই।

আসাদ জানিয়েছেন, হামিমিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর তিনি সিরিয়া ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। মস্কো তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। নিজেকে একজন নিবেদিতপ্রাণ নেতা এবং পারিবারিক মানুষ বলে দাবি করেছেন আসাদ। গৃহযুদ্ধের সময় তিনি তার দেশের মানুষের পাশে ছিলেন বলেও দাবি করেছেন।

আসাদ দাবি করে বলেন,‘আমি কখনও ব্যক্তিগত লাভের জন্য পদে থাকতে চাইনি। আমি নিজেকে সবসময় সিরিয়ার জনগণের আস্থাভাজন এক জাতীয় প্রকল্পের অভিভাবক বলে মনে করি।’

সব শেষে ‘সিরিয়া আবার স্বাধীন হবে’ বলে আশা প্রকাশ করেছেন তিনি। যদিও, তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু মানুষ স্বাধীনতা উদযাপন করতে রাস্তায় নেমেছিলেন।

সূত্র : আলজাজিরা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments