শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeআন্তর্জাতিকরেকর্ড ভেঙে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে

রেকর্ড ভেঙে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে

বাংলাদেশ প্রতিবেদক: ভারতীয় মুদ্রা রুপির দরপতন চলছেই। আগের রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিপরীতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন ৮৫ দশমিক শূন্য ৬-তে নেমে যায়।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের শুরু থেকে ভারতীয় রুপির দরপতন চলছে। একের পর এক রেকর্ড ভাঙছে রুপির দর। মঙ্গলবার ডলারের বিপরীতে রুপির দর ছিল ৮৪ দশমিক ৯০। বুধবার রুপির মূল্য ছিল ৮৪ দশমিক ৯৫। দিনের মাঝামাঝি যা ৮৪ দশমিক ৯৬ রুপিতে পৌঁছে। বৃহস্পতিবার সব রেকর্ড ভেঙে তা ডলার প্রতি ৮৫ ছাড়ায়।

এদিকে রুপির দরপতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়ছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেমনি রুপির দরপতনে শেয়ারের পতনও অব্যাহত রয়েছে।

রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে এর কারণ খোঁজা হয়েছে। বলা হয়েছে, মূলত সোনার রেকর্ড আমদানি বেড়ে যাওয়া এবং রপ্তানিকৃত পণ্যের পরিমাণ কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।

অপরদিকে অন্যান্য সংবাদমাধ্যমে এর কারণ অনুসন্ধানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হওয়ার বিষয়ে আগে থেকেই পূর্বাভাস ছিল। তবে এ প্রবৃদ্ধি কমে পাঁচ দশমিক চার শতাংশে নেমেছে, যা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। প্রবৃদ্ধি কমায় তার প্রভাব পড়েছে রুপির দামেও।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments