শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeআন্তর্জাতিকপ্রেমিকার মন জয়ে বাঘের খাঁচায় প্রেমিক, অতঃপর...

প্রেমিকার মন জয়ে বাঘের খাঁচায় প্রেমিক, অতঃপর…

বাংলাদেশ ডেস্ক: ভালোবাসার মানুষের মন জয়ে মানুষ কত কি করে। প্রিয়জনকে চমকে দিতে নানা উপহার পরিকল্পনা করেন। এবার প্রেমিকার মন জয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক প্রেমিক। রীতিমতো বাঘের খাঁচায় নেমে গিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকার মন জয় করতে জীবন্ত বাঘের খাঁচায় নেমে গিয়েছেন এক প্রেমিক। ভারতের গুজরাটের আহমেদাবাদে এমন কাণ্ড ঘটেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ৯ ফেব্রুয়ারি। এদিন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বর্তমানে আহমেদাবাদের রাখিয়াল এলাকার এক যুবক প্রেমিকাকে ইমপ্রেস করতে এমন কাণ্ড ঘটান। তিনি আহমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায় বাঘের খাঁচার নেমে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক খাঁচায় ঢোকার চেষ্টাকালে বাঘও তার ওপর হামলে পড়তে যায়। একপর্যায়ে পা পিছলে প্রায় বাঘের খাঁচায় পড়ছিলেন যুবক। এ সময় কর্মীরা তাকে টেনে তুলে নিয়ে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments