বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeইসলামিকপ্রচণ্ড শীত উপেক্ষা করে আজহারীর বয়ান শুনল ফরিদপুরের লাখো মানুষ

প্রচণ্ড শীত উপেক্ষা করে আজহারীর বয়ান শুনল ফরিদপুরের লাখো মানুষ

বাংলাদেশ প্রতিবেদক: প্রচণ্ড শীত উপেক্ষা করে বর্তমান সময়ের আলোচিত বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীর বয়ান শুনল ফরিদপুরের লাখো মানুষ।

ফরিদপুরের ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদরাসা ও এতিমখানার ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় মঞ্চে ওঠেন আজহারী। ৯টা ৫ মিনিট থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বয়ান করেন ড. মিজানুর রহমান আজহারী। হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হযরত ওমর ফারুকের জীবনীসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আজহারী। মুগ্ধ হয়ে তার বয়ান শোনেন লাখো মানুষ।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে শ্যামসুন্দরপুরে পৌঁছান ড.মিজানুর রহমান আল আজহারী।

জুমার নামাজের পর দুপুর ২টা থেকেই শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদরাসা ও এতিমখানা মাঠে আজহারীকে দেখতে এবং তার কথা শুনতে বিভিন্ন বয়সের মানুষ আসতে শুরু করে। বিকেল থেকেই সেখানে মানুষের ঢল নামে।

ড. আজহারী আসার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাহফিলস্থল। রাতে মাহফিলস্থল ও আশপাশের এলাকা মহাজনসমুদ্রে পরিণত হয়। অনেককে দাঁড়িয়ে বয়ান শুনতে দেখা যায়।

শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ মো. ফরিদ শেখ বলেন, লাখো মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে আজহারীর বয়ান শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষ বয়ান শুনতে এসেছেন।

ইসলামি সম্মেলন উপলক্ষে বিশাল এলাকা জুড়ে পুরুষ ও মহিলা প্যান্ডেল, ওজুখানা, টয়লেট, হেলিপোর্ট, বিদ্যুৎ, সিসি ক্যামেরা, লাইটিং, মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করা হয়।

সম্মেলনকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। আজহারীর বয়ান চলাকালীন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সাইফুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ইসলামি মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র ও এতিমখানার সভাপতি শেখ মাহতাব আলী মেথু। সভাপতিত্ব করেন ফরিদপুরের প্রবীণ আলেমে আল্লামা জহুরুল হক।

ফরিদপুর পৌরসভার মেয়র ও এতিমখানার সভাপতি শেখ মাহতাব আলী মেথু জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ইসলামি সম্মেলন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments