বাংলাদেশ ডেস্ক: অ্যাঞ্জেলিকা কালানস্কি (৪৫)। একজন জার্মান নারী। আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ২০১৫ সালে ইসলাম গ্রহণ করেন।

তার স্বামীর নাম হাকান বুজগিত (৪২)। যিনি একজন তুর্কি। স্বামীর চাকরির সূত্রে অ্যাঞ্জেলিকাও তার সাথে তুরস্কের বুরসায় বসবাস করতেন। এখানে প্রতিদিন পাঁচবেলা আজানের সুমধুর ধ্বনি কানে বাজত তার।

আরবি সংবাদমাধ্যম আলুকা জানায়, একসময় অ্যাঞ্জেলিকা আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণ করবেন।

তখন স্বামীকে সাথে নিয়ে চলে আসেন বুরসার দারুল ইফতায়। সেখানের প্রাদেশিক মুফতি শায়খ মোহাম্মদ গোকতাশ তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত করেন।

ইসলামে প্রবেশের পর অ্যাঞ্জেলিকা কালানস্কি সংকল্প করেন, এখন থেকে তিনি ইসলামী অনুশাসন মেনে জীবনযাপন করবেন।

সূত্র : আলুকা ও মিসরাবি

Previous article৯৯৯ কল পেয়ে বাল্য বিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা
Next articleকুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কেন্দ্র সচিবসহ আটক ৩
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।