শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeআইন-আদালতসিরাজগঞ্জে বিএনপির ৯০ নেতাকর্মীর আগাম জামিন

সিরাজগঞ্জে বিএনপির ৯০ নেতাকর্মীর আগাম জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধি: নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ৯০ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. শহীদ উদ্দিন ও জাহাঙ্গীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসান, অমর কৃষ্ণ দাস, যুবদল সভাপতি মির্জা বাবু, সহ-সভাপতি আল-আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, বরাদ, তৌহিদ সাইদুল ইসলাম খান আলোসহ ৯০ নেতা-কর্মী রয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৬ ডিসেম্বর দায়ের করা নাশকতার মামলায় ১০২ আসামির মধ্যে মঙ্গলবার দুপুরে ৯০ জন উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে প্রত্যেকের জামিন মঞ্জুর করেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে একাদশ নির্বাচনে বিএনপির প্রচার মিছিল থেকে শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের বাসায় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০২ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার ১২ আসামি জামিনে মুক্ত রয়েছেন। বাকি ৯০ আসামি মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন পেলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments