বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলানারায়ণগঞ্জে দুই বোনকে গণধর্ষণের দায়ে ৫ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে দুই বোনকে গণধর্ষণের দায়ে ৫ জনের যাবজ্জীবন

কাগজ প্রতিনিধি: নারায়ণগঞ্জে দুই বোনকে গণধর্ষণ মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার মঙ্গলেরগাও এলাকার মৃত হজরত আলীর ছেলে শাহ আলম একই এলাকার আব্দুল খালেকের তিন ছেলে খোকন, এমদাদ, ইকবাল ও হাবিবুল্লার ছেলে জিয়া। এ মামলায় মঙ্গলেরগাওয়ের হাকিম মিয়ার ছেলে নজরুল ইসলাম হোমা খালাস পেয়েছেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন। বাকী আসামিরা পলাতক।
আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, লালমনিরহাট থেকে দুই বোন স্ব-পরিবারে সোনারগাঁওয়ে চাচার বাড়িতে বেড়াতে এসে ২০১০ সালের ২৮ মে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় ধর্ষিতাদের মধ্যে একজন মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments