শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআইন-আদালতগোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

আবু বক্কর সিদ্দিক: হাইকার্টের আদেশের প্রেক্ষিতে গাইবান্ধার গােবিন্দঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণ জানান, শুক্রবার বিকেলে নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি। আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২৬ ফেব্রুয়ারী তারিখে দায়েরকৃত একটি রিট পিটিশনের (২১০৮/২০১৯) প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এ আদেশ জারি করেছে। পিটিশনার নাজমুল ইসলামের মনানয়নপত্র গ্রহণসহ তার অনুকূল প্রতীক বরাদ্দপূর্বক উপজলা পরিষদের নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে সুযােগ দেয়ার আদেশ প্রদান করেছেন মাননীয় হাইকাের্ট।
উল্লিখিত আদেশ প্রতিপালনার্থে নির্বাচন কমিশন আগামী ১৮ মার্চ (সোমবার) অনুষ্ঠিতব্য গাইবান্ধার গােবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতাদেশে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান।
উল্লেখ্য,গােবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন মনানয়নপত্র বাছাইয়ের দিন চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলামের মনােনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ফলে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে মহামান্য হাইকার্টে রিট পিটিশন দায়ের করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments