বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeআইন-আদালতখালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাগজ প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২০ মার্চ) বিকালে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ৩০ এপ্রিল গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। মামলায় বাদীর আইনজীবী আবুল কালাম এসব তথ্য জানান।

এর আগে গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

গত ২০১৭ সালের ২৫ জানুয়ারি এ মামলাটি দায়ের হয়। ওই দিন আদালত মামালটি আমলে নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।’

অভিযোগে আরও বলা হয়, ‘দলীয় লোকদের জঙ্গি বানিয়ে আওয়ামী লীগ নিরীহ লোকজনকে হত্যা করছে বলেও অভিযোগ করেন তিনি।’ খালেদা জিয়ার এ বক্তব্যের প্রেক্ষিতে এ মামলা দায়ের করেন বাদী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments