শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeআইন-আদালতনুসরাত হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন কাল

নুসরাত হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন কাল

সদরুল আইন: চাঞ্চল্যকর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করছেন আদালত। সোমবার ( ৯ সেপ্টেম্বর ) মামলার দুই সাক্ষী মাহমুদুল হাসান (নোমান) এবং তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোহাম্মদ শাহ আলমকে জেরা করার মধ্য দিয়ে শেষ হয় সাক্ষ্য গ্রহণ ও জেরা পর্ব।

এর আগের দিন দুই সাক্ষীর জেরা শেষ হওয়ার পর আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় ১৬ আসামির প্রত্যেকের পৃথক বিবৃতি শোনেন ও তাঁদের পরীক্ষা করেন।

তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম তদন্ত শেষে ২৯ মে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত ১৬ জন আসামির মধ্যে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১২ জন ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments