বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআইন-আদালতঅবসরপ্রাপ্ত কর্নেল দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড

অবসরপ্রাপ্ত কর্নেল দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশ প্রতিবেদক: অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় পলাতক অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রীসহ ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ রায় দেন।

আইনজীবীরা জানান, চার আসামির মাঝে সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম কারগারে রয়েছেন। অপর আসামি জহিরুল ইসলাম মারা যাওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। তবে অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রী এখনও পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষ জানায় পলাতক আসামিদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments