রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeআইন-আদালতঅ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

বাংলাদেশ প্রতিবেদক: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলসহ এ পর্যন্ত মোট ৭০ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ২১৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ছিলেন। এর মধ্যে থেকে সোমবার পর্যন্ত ৭০ জন পদত্যাগ করেছেন। তাদের জায়গায় নতুন কাউকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনেকের জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

অন্যান্য খালি পদে জায়গা পেতে এর মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত বহু আইনজীবী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে। এর আগে ৭ আগস্ট প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোর্শেদ এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। পরদিন আরও দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেন।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন, নতুবা তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments