রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeসাহিত্যকবিতাপরজনমে - হাবিবা খান স্নেহা

পরজনমে – হাবিবা খান স্নেহা

পরজনমে
হাবিবা খান স্নেহা

এ জন্মের তিন তারিখ ছিল
যখন তুমি প্রেম নিবেদন করেছিলে।
পরজনমে যখন তিন তারিখ আসবে,
তখন আমরা আবার প্রেমে পরবো।

তোমায় নিয়ে বৃষ্টিতে ভেজার স্বপ্ন ছিল।
এ জন্মে কখনো বৃষ্টিতে ভেজা হয়নি।
পরজনমে যখন নামবে বৃষ্টি
তখন আমরা বৃষ্টিতে ভিজবো কেমন?

ইচ্ছে ছিল তোমার হাতটা ধরবো
এ জন্মে কখনো হাত ছোঁয়া হয়নি।
পরজনমে আবার যখন আসবো,
তখন তোমার হাতটা ছুবো।

এ জন্মে তোমাকে নিয়ে সাগর পারে
সূর্যাস্ত যাওয়া দেখিনি।
পরজনমে আসবো যখন,
তোমায় নিয়ে সূর্যাস্ত দেখবো তখন।

এ জন্মে হইনি কিছু
পরজনমে শরৎ এর কাশফুল হবো।
সেই ফুল ছোঁয়ার ছলে,
তুমি আমায় ছোঁবে বলে।

এ জন্মে অনেক কথা ছিল হয়নি বলা,
কেটেই তো গেলো অবেহেলায়
পরজনমে বলবো বলে,
সাজিয়ে গুছিয়ে রেখেছি তবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments