বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

জাতিভেদ

জাতিভেদ

-মোঃ মুসা শুভ্র

বিশ্ব সমাজ এক করিবার মন্ত্র গুলি কোথায় গেল,
জাতি বেদে চলছে লড়াই মানুষ গুলা কই পালালো।
সকল জাতি সকল জ্ঞাতি বর্ণ মিলে কেন ভেদাভেদ,
দলে দলে বিভক্ত হয় ধর্ম নিয়ে চলছে বিভেদ।
আমরা সবাই এক কাতারে চলো দাঁড়াই মানুষ হয়ে,
মানুষ হয়ে যাবে কেনো মানুষ জাতির হৃদয় ক্ষয়ে।
বনের যত হিংস্র প্রাণী দেখি টিভির সিরিয়ালে,
এক জাতিরই বর্ণ প্রাণী দাঁত মারেনা ছোবয়ালে।
আমার দেহ তোমার দেহে একই রঙিন রক্ত চলে,
আমরা কেন মানুষ হয়ে বুঝি নাই ওই গায়ের বলে।
উপাসনা মানুষ জনের অন্তর্গত তৈরির ফর্তা,
ওখানেতে বাসযে করে স্রষ্টা যিনি সৃষ্টিকর্তা।
ভাঙলে কেনো উপাসনা পুড়িয়ে দিলে মসজিদ খানা
হাজার জনের অন্তর্গত আঘাত দিলে বাবু সোনা।
কিভেবেছ উঠে গেছো মানুষ ছেড়ে আকাশ সিঁড়ি,
শূন্য হলে দেহের পোষা যাবে শক্তি বিভেদ ছিঁড়ি ।
কোস্তাকুস্তি বাদ দিয়ে দাও মানুষ তুমি পরিচয় হোক,
মনীষী হও ইতিহাসে চির জাতির হও দিব্বি লোক।
তোরা আবার মানুষ হনা মানুষের ওই দোর দুয়ারে,
হনুমানের পতাকাটা মানুষ্য ঠাঁই মেলা ভারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments