বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসাহিত্যকবিতানারী তুমি রক্তাক্ত সেই পতাকা : আমেনা ফাহিম

নারী তুমি রক্তাক্ত সেই পতাকা : আমেনা ফাহিম

নারী তুমি রক্তাক্ত সেই পতাকা
আমেনা ফাহিম

মনুষ্যত্ব আর মুল্যবোধ এর চর্চা যেখানে স্তব্ধ
সেখানে অালোর মশালে আলো নেই
সেখানে স্বাধীন পতাকাকে চিবিয়ে চিবিয়ে
রক্তাক্ত করে, কিছু মানুষরুপি পশুর দল
নারী তুমি রক্তাক্ত সেই পতাকা।

নৈতিকতা আর বর্বরতার বিভেদ যেখানে অমীমাংসিত
সেখানে ভোরের আলোয় ঝরে পরে নবীন-তরুন প্রান
পাতায় পাতায় লেপটে থাকে
লালসার জলসা ঘরের নির্মম প্রতিচ্ছবি
আমি বাকরুদ্ধ,,আমি নির্বাক
অদৃষ্ট যেনো তোমারই অলঙকার
নারী তুমি রক্তাক্ত সেই খবরের কাগজ।

আদি হতে অন্ত অবধি তুমি স্ব-স্বত্তায় প্রজ্জ্বলিত
মা এর তো কোনো জাত নেই!
তবুও কেনো দিনলিপির অলিখিত দলিলে
তুমি অবাঞ্ছিত ,, তুমি গৃহহীন বনমালী
আমি লজ্জিত,, আমি নতজানু
আমায় ক্ষমা করো হে অবরোহণী
তোমার শাড়ীর ভাজে রোজ নৃত্য করে
সেই মানুষরুপি অমানুষের দল
নারী তুমি রক্তাক্ত সেই শাড়ীর আঁচল।

সার্বভৌমত্ব আর স্বাধিকার যেখানে লুন্ঠিত
সেখানে জন্ম নেই,আছে শুধু মৃত্যর মিছিল
যারা ধ্বংসযজ্ঞে উম্মাদ,,তাদের কোনো পরিচয় নেই
তাদের কোনো ধর্ম নেই,,নেই কোনো দেশাত্ববোধ
তারা জন্ম হতে মৃত্য অবধি পৈশাচিক আনন্দে
ছিন্নবিচ্ছিন্ন করে দেয় একটি স্বাধীন মানচিত্র
নারী তুমি রক্তাক্ত সেই মানচিত্র।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments