শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসাহিত্যকবিতাকরোনা কালের মৃত্যু : আ ফ ম আব্দুল আলীম নকী

করোনা কালের মৃত্যু : আ ফ ম আব্দুল আলীম নকী

করোনা কালের মৃত্যু
আ ফ ম আব্দুল আলীম নকী

ভয়ে ভয়ে ওরা সব পালিয়ে গেছে
কি বন্ধু , স্বজন , আত্মীয়, প্রতিবেশি সবাই

শুধু একদল স্বেচ্ছাসেবী আমাকে নিতে এসেছে

আমাকে ওরা গোসল করালো, সাদা কাপড় পরিয়ে দিলো
তারপর কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে বহু দূরে

এতোদিন ওরা কোথায় ছিলো ?

যখন আমার অর্থ-বিত্ত আর প্রাচুর্য্যের পাহাড় ছিলো !
ক্ষমতার দাপটে সামনে-পিছনে কতো লোকজন
তখন তো এদের দেখিনি ?

তবে কি আমার এই প্রানপ্রিয় বন্ধুগণ আমার কর্মকান্ডে লজ্জা পেতো ?
অথবা নীরব অভিমানে প্রতিনিয়ত দূরে সরে থাকতো তাঁরা !

আমাকে ক্ষমা করে দিও প্রিয় বন্ধুরা , হয়তো কোনো দাম্ভিকতায়
অথবা দুর্বার ক্ষমতার আড়ালে উপেক্ষা করেছি তোমাদের !

দেখো আজ এই বিষণ্ণ দিনে আসেনি কোনো প্রিয়জন আমার
শুধু তোমরাই এসেছো আমার শেষদিনেও
তাই নির্লিপ্ত কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিইবা করার আছে আমার ?

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments