শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়মেধাবী তরুন সমাজকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহবান স্পিকার ড. শিরীণ শারমিনের

মেধাবী তরুন সমাজকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহবান স্পিকার ড. শিরীণ শারমিনের

জয়নাল আবেদীন: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ সমাজ দেশ গড়ার কারিগর। তরুণদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে । তরুণদের মাধ্যমেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব।তিনি মেধাবী তরুন সমাজকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহবান জানান। মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ পীরগঞ্জ শহীদ মিনার চত্ত¡রে উপজেলা প্রশাসন আয়োজিত পীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ‘এসো আমরা মাদককে না বলি’ শীর্ষক মাদকবিরোধী অভিযান উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সকল দিক থেকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে তরুণদের মাদক থেকে বিরত থাকতে হবে। মাদক শারিরীক ও মানসিক দু’ভাবেই ক্ষতি করে থাকে। তিনি মাদকবিরোধী এ প্রচারণা সকলের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। পীরগঞ্জ পৌর সভা ১৫টি ইউনিয়নে একযোগে ২শ’জন করে মোট তিন হাজার ২শ’ জন শিক্ষার্থী মাদক বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টি. এম.এ মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো: তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্পীকার পীরগঞ্জের শহীদ মিনার চত্ত¡রে “বই পড়া প্রতিযোগিতায় ” বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments