সোমবার, মে ২০, ২০২৪
Homeজাতীয়বাংলাদেশের একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান গনি: শ্রীলংকার সিরিজ বোমা হামলা প্রসঙ্গে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, যেকোন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশের জনগন সবসময় ধিক্কার দেয়। জনগন এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকান্ডে বিশ্বাস করেনা।

রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্ভোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এদেশের জনগন অতন্ত ভাতৃপ্রতীম। এটি অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে কোন গির্জায়, মসজিদে,মন্দিরে হামলার মত কোন ঘটনা ঘটুক আমরা কেউ চাইনা।

এসময় কুমিল্লা-৭ অাসন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো আলী আশরাফ , চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জাকারিয়া, চান্দিনা পৌর সভা মেয়র মো মফিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ও.সি) মো. আবুল ফয়সল প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে দুপুর আড়াইটায় হেলিকপ্টারযোগে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পৌঁছান। বিকেলে তিনি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘জঙ্গি ও মাদকবিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments