শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়এখন জঙ্গিরা ইন্টারনেটে বেশী সক্রিয়: আইজিপি ড. জাবেদ পাটোয়ারী

এখন জঙ্গিরা ইন্টারনেটে বেশী সক্রিয়: আইজিপি ড. জাবেদ পাটোয়ারী

জয়নাল আবেদীন: পুলিশের মহাপরিদর্শক ড,জাবেদ পাটোয়ারী বলেছেন, আমাদের দেশে তৈরী হওয়া জেএমবির জঙ্গিরা আইএসয়ের অনুসারী হতে পারে। আমরা তাদের অনুসরন করছি। এখন জঙ্গিরা ইন্টারনেটে বেশী সক্রিয়। তারা ইন্টারনেট সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করেছে। তারা সদস্য রিক্রুট করা সহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তবে আমাদের গোয়েন্দা সংস্থা গুলো নজরদারি করছে। ইতিমধ্যে আমরা অনেক জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এটা গোয়েন্দাদের নিয়মিত নজরদারির ফলশ্রুতি । আমরা তাদের যে কোন অপতৎপরতা নস্যাৎ করে দোবো।তিনি সোমবার সকালে রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার কার্যালয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের সিসিটিভি ব্যবস্থা চালু , ওয়েব সাইডের উদ্বোধন ও মেট্রোপলিটান পুলিশের কর্মবন্টন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। আইজিপি বরগুনার রিফাত হত্যার ঘটনার কারন প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে বলেন, এখন সমাজে যে চিত্র দেখা যাচ্ছে তা হচ্ছে অবক্ষয়ের চিত্র। এখন যে ছেলেটি পাড়া মহল্লায় বড় হচ্ছে তারা মুরব্বীদের এমনকি বাবা মায়েদেরও মানেনা। এরা এটাকে এ্যাডভেঞ্চারের জায়গা মনে করছে। তারা ছোট খাটো গ্রুপ তৈরী করছে। মাস্তান গ্রুপ গড়ে তুলছে।আর এসব গ্রুপের সন্তানদের বাবারাও নিজেদের গর্বিত মনে করছেন কারন তাদের সালাম দিচ্ছে এলাকার লোকজন কিন্তু সেটা শ্রদ্ধার জন্য নয় ভয়ে দিচ্ছে সেটা কিন্তু বাবারা বোঝেনা। এটা সামাজিক অবক্ষয়। এই অবক্ষয়কে সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তা মোকাবেলা করতে হবে। তিনি সমাজবিজ্ঞানীদের প্রতি আহবান জানিয়ে বলেন কিভাবে এই অবক্ষয় দুর করা যায় সে জন্য চিন্তা ভাবনা করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোহা : আব্দুল আলীম মাহমুদ রংপুর রেজ্ঞের ডিআইজি দেবদাস ভট্টাচার্য সহ বিভিন্নস্তরের পুলিশের কর্মকর্তাবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments