রবিবার, মে ৫, ২০২৪
Homeজাতীয়২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ১১৫৭ জন

২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ১১৫৭ জন

বাংলাদেশ প্রতিবেদক: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) রাজধানীসহ সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় (২৬ আগস্ট সকাল ৮টা থেকে ২৭ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৯৯ জন। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১৪২ জন বা ১১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আয়েশা আক্তার জানান, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (২৮ আগস্ট) পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ২২১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৮২২ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছে ৫ হাজার ২২২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল ৯০ জন, মিটফোর্ডে ৭৩, ঢাকা শিশু হাসপাতালে ২২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৮, বিএসএমএমইউয়ে ১৪, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে ১০, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭, বিজিবি হাসপাতাল পিলখানায় ১, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ৩, নিটোরে ২ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ৩৭২ জন ভর্তি হয়েছেন।

অপরদিকে বেসরকারি ও অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ১৭৮ জনসহ ঢাকা শহরে সর্বমোট ৫৫১ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে মোট ৬৬৫ জন ভর্তি হয়েছেন।

ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগে ১৫৯ জন, চট্টগ্রামে ৯৭, খুলনায় ১৩৮, রংপুরে ১৩, রাজশাহীতে ৬৭, বরিশালে ১০৫, সিলেটে ৯ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments